মৌলভীবাজারের লাউয়াছড়ায় রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ায় এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে ট্রেনটি আটকা পড়ে। এ কারণে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি কমলগঞ্জ ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার