১৩ আগস্ট, ২০১৮ ২২:২৩

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বারসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বারসহ নারী আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ ইয়াসমিন সুলতানা (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

ওসমানী বিমানবন্দরের কাস্টসম কর্মকর্তা এনামুল হক সরকার জানান, ইয়াসমিন সুলতানা দুবাইয়ের একটি ফ্লাইটে (এফজেড ৫৯৬) দেশে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে নিজের সাথে স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন তিনি। তার পেট থেকে ১০টি স্বর্ণের বার এবং স্যান্ডেলের মধ্য থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

ওসমানী বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ইয়াসমিন সুলতানার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকার মিরপুর এলাকায় থাকেন তিনি। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় ২ কেজি ৭৭৬ গ্রাম এবং এগুলোর আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর