সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যা মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নগরীর কোতোয়ালী থানায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব।
মামলার বাদী দবির আলী জানান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারও মামলার আসামি।
প্রসঙ্গত, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুসহ তিন ছাত্রদল নেতার ওপর হামলা চালায় নিজ দলেরই প্রতিপক্ষ ক্যাডাররা। হামলায় নিহত হন রাজু।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৮/আরাফাত