বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লূনা বলেছেন, ইলিয়াস নিখোঁজের দীর্ঘ সাড়ে ৬ বছরেও তার সন্ধান দিতে পারেনি আইন-শৃংখলা বাহিনী। কোন সহযোগিতাও করছেনা সরকার। সরকার পরির্বতন হলে ইলিয়াস নিখোঁজ রহস্য উন্মোচিত হবে।
শনিবার সন্ধ্যায় ইলিয়াসের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দেশে আজ বাকস্বাধীনতা নেই। ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়াতে পারছেনা কেউ। আজ আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়েও সরকারের আপত্তি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক লিলু মিয়া প্রমূখ।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর