ছয় দিনের সফরে সিলেট গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রবিবার বেলা সোয়া ১টার দিকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান তিনি।
এসময় তাকে স্বাগত জানান সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন শিক্ষামন্ত্রী। আগামী বুধ ও বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন তিনি। পরে শুক্রবার ঢাকায় ফিরবেন নুরুল ইসলাম নাহিদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার