যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যামস্টেড কেমডেনের কাউন্সিলর সিলেটের নাজমা রহমানকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, নাজমা রহমানের স্বামী ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান ভুট্টো, পিন্টু চক্রবর্তী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গিরদার, আব্দুর রহমান, আমিনুজ্জামান দুলু, এমদাদ হোসাইন, সময় টিভির ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্রিটেনের বাঙালি নতুন প্রজন্মকে সিলেটের পর্যটন ও আইসিটি খাতে বিনিয়োগের জন্য উৎসাহিত করতে নাজমা রহমানের প্রতি আহ্বান জানান। জবাবে এ বিষয়টি নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন নাজমা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম