সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রেলওয়ে রোপওয়ে স্টেশন (রেলওয়ে বাংকার) এলাকায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। মঙ্গলবার সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ বিধ্বংসী ৪টি বোমা মেশিন ধ্বংস এবং আরও ৪টি জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত ৩০-৩৫টি স্থাপনা বিনষ্ট করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা। অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, অভিযান টের পেয়ে বোমা মেশিনের মালিকরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/২৮ আগষ্ট ২০১৮/হিমেল