সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে একটি বেপরোয়া বাসের চাপায় কামরুল ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের গোয়ালগাঁওয়ের বাসিন্দা। লালাবাজারে তার ওষুধ বিক্রির প্রতিষ্ঠান রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালাবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সিফা মেডিকেল হলে যাচ্ছিলেন কামরুল ইসলাম। রাস্তা পারাপারের জন্য পাশে অপেক্ষা করছিলেন তিনি। ওই সময় একটি যাত্রীবাহী বাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কামরুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গত ১৮ আগস্ট একইস্থানে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী এবং তারও সপ্তাহখানেক আগে ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হন।
এদিকে, মঙ্গলবার দুর্ঘটনার পর স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধকারীরা লালাবাজার এলাকায় স্পিডব্রেকার নির্মাণ, এই সড়কে ট্রাফিক নিয়োগ এবং ঘাতক বাসচালককে দ্রুত গ্রেফতারের দাবি জানান। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। জনতা সড়ক অবরোধ করলে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম