সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের জেটি ঘাটে পা ধোয়ার সময় সুরমা নদীর স্রোতে নিখোঁজ স্কুলছাত্র জয় আহমদের লাশ অবশেষে উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ৮টায় জেটি ঘাটের পাশেই তার মৃতদেহ ভেসে উঠে। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত ওসি শাহজালাল মুন্সি লাশ উদ্ধার বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করে পোস্ট মর্ডামের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪শে আগস্ট আলীনগরের রামধাবাজারের নিকটবর্তী জেটি ঘাটে পা পিছলে সুরমা নদীতে স্রোতে তলিয়ে যায় স্কুলছাত্র জয় (১৪)। এরপর নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে আজ (বুধবার) সকালে তার লাশ ভেসে উঠে।
বিডি-প্রতিদিন/২৯ আগস্ট, ২০১৮/মাহবুব