সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি পয়েন্ট এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রোকন আহমদ হাসান (৩৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
হাসান নগরীর মোগলটুলা এলাকার মৃত আনাই মিয়ার ছেলে। বর্তমানে নগরীর দক্ষিণ কাজলশাহ এলাকায় বসবাস করছিলেন তিনি।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, রোকন আহমদ হাসান একটি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপন করে ছিলেন। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার