পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
এদিকে, সিলেট সদর উপজেলার আখালিয়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ে কেন্দ্রে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট দিয়েছেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে বই প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভেজ আহমদ এবং টিউওবয়েল প্রতীকে মকবুল হোসেন খান ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে দুজনেই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেট সদর উপজেলার আখালিয়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত পুরুষ ভোট ২৫ ও মহিলা ১৭টি ভোট কাস্ট হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব