পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। সোমবার সকাল ৮টায় এই উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৯টায় শহরের পিএইচজি হাইস্কুল কেন্দ্র ও সোয়া ৯টায় বিয়ানীবাজার কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় কেন্দ্রে ভোটারদের কোন লাইন নেই। ভিতরে পুরুষ ভোটার ২/১ জন থাকলেও নারী ভোটার নেই। কলেজ কেন্দ্রের মহিলা বুথের ১নং কক্ষে সোয়া এক ঘণ্টায় মাত্র ২টি ভোট পড়েছে।
এদিকে, উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়াকে কেন্দ্র করে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকায় খানিকটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হয় ভোটগ্রহণ। পরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি'র স্ট্রাইকিং ফোর্স ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয় এবং পুনরায় শুরু হয় ভোটগ্রহণ।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব