পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং কর্মকর্তারসহ নির্বাচন সংশ্লিষ্টরা সকল প্রকার প্রস্তুতি নিয়ে বসে থাকলেও ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন না।
সরেজমিনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৯টা পতনউষার ইউনিয়নে শ্রীসৃর্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০টি ভোট কাস্ট হয়েছে। একই ইউনিয়নের সোয়া ৯টায় পতনউষার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টা ভোট কাস্ট হয়েছে। ৯টা ২৫ মিনিটে মাইজগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৫টি ভোট কাস্ট হয়েছে।
বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সংশ্লিষ্টরা অলস সময় পার করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
বিডি প্রতিদিন/ফারজানা