পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে সাইফ উদ্দিন ও সায়মন আহমদ নামের দুই যুবক আটক হয়েছেন পুলিশের হাতে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে আটক হন তারা।
এদিকে, জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাউজপাড়া কমিউনিটি মাদ্রাসা কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব