সিলেটের ১২টি উপজেলা পরিষদে আজ সোমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল গড়িয়ে দুপুর এলেও ভোট প্রদানে ভোটারদের তেমন স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে না। বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচনে ভোট গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের খোশ-গল্প করে সময় পার করতে দেখা যাচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৪৬২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২২০ জন। দুপুর ১২টা পর্যন্ত এ উপজেলার তেলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টি ভোট, লিটল স্টার কিন্ডার গার্টেন কেন্দ্রে ২৭ ভোট, লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় (পশ্চিমাংশ) কেন্দ্রে ৩১ ভোট, লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় (পূর্বাংশ) কেন্দ্রে ১১৮ ভোট, মোহাম্মদীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৮ ভোট কাস্ট হয়েছে।
বদিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জয়দ্বীপ বিশ্বাস জানিয়েছেন, মহিলা ভোটারদের উপস্থিতি একেবারেই কম।
ছবিটি সিলেট সদর উপজেলার সাহেবের বাজার স্কুল এন্ড কলেজ কেন্দ্রে (পুরুষ কেন্দ্র) ভোট আছে ২৭৪১টি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাস্ট হয়েছে ৯০০ ভোট।
সিলেটের জকিগঞ্জ উপজেলায়ও ভোটারদের সাড়া নেই বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক আল হাছিব তাফাদার।
বিয়ানীবাজার উপজেলায়ও প্রায় একই অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সুফিয়ান আহমদ।
বিশ্বনাথ উপজেলার স্থানীয় সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু জানিয়েছেন, এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চললেও ভোটারের উপস্থিতি কম।
বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোণা। তবে বেলা বাড়ার সাথে সাথে কোনো কোনো কেন্দ্রে ভোটারদের সংখ্যা কিছু বাড়তে থাকে।
ভোটারদের চাপ না থাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচন কর্মকর্তারা নিজেদের মধ্যে গল্প গুজব করে সময় পার করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও অলস সময় পার করতে দেখা গেছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব