সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউজপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে জানা গেছে। ওই সময় প্রায় আধাঘন্টা ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ থাকে।
জানা গেছে, সোমবার বেলা সোয়া ১২টার দিকে হাউজপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী এবং ঘোড়ার প্রতীকের প্রার্থী কামাল আহমদের সমর্থকদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা। আধা ঘণ্টা পরে বিজিবি গিয়ে পরিস্থিতি শান্ত করলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
প্রিজাইডিং অফিসার উজ্জ্বল কুমার সূত্রধর জানান, ভোটগ্রহণ প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল। পরে আবার শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব