মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছেন নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খান ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ।
নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীদের প্রভাব বিস্তার ও পুলিশের অসহযোগিতার অভিযোগ সোমবার বিকাল ৩টার দিকে তারা এ ভোট বর্জন করেন।
এই উপজেলায় চেয়ারম্যান পদে আছকির খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শাহজাহান খান এবং ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহীদুজ্জামান মোনাই।
বিডি-প্রতিদিন/১৮ মার্চ, ২০১৯/মাহবুব