সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতা ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর গ্রামের ভোট কেন্দ্রে জয় পেয়েছে নৌকা প্রতীক।
দীর্ঘ সময় পর ইলিয়াসের নিজ গ্রাম রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জয় হলো নৌকার। ভোটের রাজনীতিতে ইলিয়াস আসার পর থেকে এ কেন্দ্রে জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে জয়লাভ করতো বিএনপি।
ইলিয়াস আলীর ‘নিখোঁজ’র পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে (২০১৪) ওই ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি কেউ। পড়েনি একটি ভোটও। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ওই কেন্দ্রে নৌকা প্রতীকে আওয়ামী লীগ নেতা এস.এম নুনু মিয়া পেয়েছেন ২৭৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা কাপ-পিরিচ পেয়েছন ২৫৮ ভোট।
বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৯/আরাফাত