নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে নিহতদের রূহের মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। একইসাথে
সবধরনের সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মানুষদের হেফাজতের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন