Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ মার্চ, ২০১৯ ২০:০৭

সিলেটে সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল মিয়া (১৯) নামের বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বাবুল সীমান্তবর্তী তুরং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে দমদমা সীমান্তের ১২৬০নং মেইন পিলারের ২নং সাব-পিলারের কাছে অবস্থান করছিলেন বাবুল মিয়া। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিজিবির সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, সীমান্ত এলাকাস্থ সুপারি বাগানে ছিলেন বাবুল মিয়া। খাসিয়ার গুলিতে তিনি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য