বাকবিতন্ডার জেরে বাস থেকে ধাক্কা দিয়ে ওয়াসিম আব্বাসকে (২১) হত্যার ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সিকৃবির রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ক্লাস-পরীক্ষা স্থগিত হলেও প্রশাসনিক কার্যক্রম চলবে।
এদিকে ছাত্র ওয়াসিম নিহতের প্রতিবাদে সকাল ১১টায় ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। মিছিলটি নিয়ে তারা নগরীর চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করছেন।
এর আগে শনিবার (২৪ মার্চ) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুরে বাকবিতণ্ডার জেরে ওয়াসিম আব্বাসকে বাসচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠে। নিহত ওয়াসিম হবিগঞ্জের রুদ্রগ্রাম এলাকার মাহবুব ঘুরীর ছেলে। তিনি সিকৃবি’র মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল