১৬ এপ্রিল, ২০১৯ ১৭:৫৯

রমজানকে সামনে রেখে মাঠে সিলেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

রমজানকে সামনে রেখে মাঠে সিলেট চেম্বার

আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার দুপুরে বিএসটিআই এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে চেম্বার নেতৃবৃন্দ সিলেটের পাইকারি বাজার কালিঘাট ও লালদিঘীরপাড় পরিদর্শনে যান। 

এসময় ব্যবসায়ীরা জানান, কৃত্রিম সংকট দেখিয়ে গত একসপ্তাহ ধরে চিনি উৎপাদনকারী কোম্পানিগুলো চিনির দাম বাড়িয়ে দিয়েছে। এতে কেজি প্রতি চিনির মূল্য প্রায় ৩ টাকা বৃদ্ধি পেয়েছে। অন্য সব ধরণের নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে বলে চেম্বার নেতৃবৃন্দকে জানান ব্যবসায়ীরা। চেম্বার নেতৃবৃন্দ রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি না করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান। বুধবারও বাজার পরিদর্শনে যাবেন চেম্বার নেতৃবৃন্দ। 

বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার সিপার আহমদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ, মো. জাহাঙ্গীর আলম, বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. রকিবুল হাসান রিপন, সিলেট চেম্বারের পরিচালক জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ। 

প্রসঙ্গত, গত বছর রমজান মাসেও বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছিল সিলেট চেম্বার অব কমার্স। এতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সুযোগ পায়নি। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর