১৭ জুন, ২০১৯ ১৬:৩৬
বিআরটিসি বাস চালু

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা হরতাল প্রত্যাহারের দাবিতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ যাত্রীকল্যাণ পরিষদ ও আদালত এলাকায় জেলা আইনজীবী সমিতি পৃথক কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি থেকে উন্নত বাস সার্ভিস চালু করা, বিআরটিসি বাস বন্ধে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনৈতিক হরতাল প্রত্যাহার, বিআরটিসি বাসের সংখ্যা বৃদ্ধি, গাড়ি ভাড়া কমানো ও বাস টার্মিনালের আধুনিকায়নের দাবি জানানো হয়।

সুনামগঞ্জ যাত্রীকল্যাণ পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সফিয়ানের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদ নুর আহমদের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়ার নুরুল ইসলাম বজলু, শিক্ষাবিদ অধ্যক্ষ রফিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিজয় তালুকদার বিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, স্বেচ্ছাসেবী সংগঠক সেবক’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু, হাওর বাঁচাও আন্দোলনের নেতা মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, একে কুদরত পাশা, ছাত্র নেতা নাসিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি অ্যাড. গোলাম আরিফ, সুনামগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সদস্য সচিব মাহমুদুর রহমান তারেক, যুগ্ম সদস্য সচিব আবু তালহা, যুগ্ম আহবায়ক নাজমুল হক কিরণ রহমতুল করিম মানিক, মো. মনসুরুল হক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ার ইমদাদ রেজা চৌধুরী, ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, লেখক সুখেন্দু সেন, সাদত পুরকায়স্থ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পরিবহন শ্রমিক সাধারণ যাত্রীদের জিম্মি করে অনৈতিক পরিবহন ধর্মঘট ডেকেছে। বিআরটিসি বাস বন্ধের দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের বার বার ডাকা ধর্মঘটের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। যদি ধর্মঘট প্রত্যাহার করা না হয় পরবর্তী  সুনামগঞ্জ-সিলেট সড়কের প্রতিটি পয়েন্টে সাধারণ মানুষকে সাথে প্রতিরোধ করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান রহমান, দেবাশিম গুপ্তা বাপ্পি, সাংবাদিব বজলুর রহমান, মহিবুর রহমান মুহিব, ফারুক আহমদ সুজন, রাজীন সেন, শিবলু আহমেদ চৌধুরী, এনামুল হক চৌধুরী রুমেন, আরিফ মাহমুদুল তালুকদার, দ্বীগবিজয় চৌধুরী, তোফায়েল আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাক্ষর রায়, দেলোয়ার হোসেন, হোসেন ফরহাদ, ফাহমিদ চৌধুরী ফামু, ফুজায়েল জনি প্রমুখ।

এদিকে, বেলা ২টায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালু করায় পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা হরতাল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা আইনজীবী সমিতি।

বাস মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করার আহ্বান জানান আইনজীবীরা, অন্যথায় এ সংক্রান্ত কোন আইনী সহায়তা শ্রমিক মালিকদের দেওয়া হবে না বলে তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন, বজলুল মজিদ চৌধুরী খসরু, রবিউল লেইস, মতিউর রহমান পীর, মল্লিক মইন উদ্দিন সোহেল প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র আনজীবী।

উল্লেখ্য, বিআরটিসি বাস চালুর প্রতিবাদে আগামী ২৪ জুন থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবন মালিক ও শ্রমিকরা। গত ৩ জুন জনদাবির প্রেক্ষিতে সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএন মান্নান ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর