১৯ জুলাই, ২০১৯ ১৮:২৭

সিলেট বেতারের ১৪৩ গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট বেতারের ১৪৩ গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটি গঠন

সিলেট বেতারে বিধিবর্হিভূতভাবে ১৪৩টি গাছ কাটার ঘটনায় তদন্তে নেমেছে বনবিভাগ। এ লক্ষ্যে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি। 

শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন। 

সিলেট সদর উপজেলার সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিককে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন, হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক আবদুল্লাহ আল মামুন ও সিলেটের ফরেস্ট রেঞ্জার দেলোয়ার হোসেন।

বিভাগীয় বন কর্মকর্তা জানান, বেতারের সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ১৪৩টি গাছ কাটার অনুমতি চেয়ে গত ২৮ মে বন বিভাগে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে একজন রেঞ্জ কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ওই কর্মকর্তা তদন্তে গিয়ে দেখতে পান অনুমতি পাওয়ার আগেই গাছগুলো কেটে ফেলা হয়েছে।
 
প্রসঙ্গত, সিলেট বেতারের উন্নয়নের জন্য ৫৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্প বাস্তবায়নের অজুহাতে কেটে ফেলা হয় ১৪৩টি গাছ। যেসব স্থানে স্থাপনা নির্মাণ হবে তার বাইরেও গাছ কাটার অভিযোগ উঠেছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর