সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ এলাকায় দোকানের সামনে বসে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই-বোনকে ছুরিকাঘাত করে আহত করেছে বখাটেরা। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী।
আহতরা হলেন- শাহপরাণ এলাকার সুবর্ণা বেগম (৩০) ও তার ভাই মিটুন আহমদ (২০)।
স্থানীয় লোকজন জানান, শাহপরাণ এলাকায় মিঠুনের দোকানের সামনে বসে স্কুলগামী মেয়েদের উত্যক্ত করতো প্রতিবেশি এনাম মিয়াসহ আরো কয়েকজন যুবক। এর প্রতিবাদ করেন মিটুন ও তার ভাই জাহিদ। এর জের ধরে গত শুক্রবার জাহিদকে রাস্তায় পেয়ে মারধর করে এনাম। শুক্রবার রাত ১০টার দিকে মারধরের বিচার চাইতে এনামের বাড়ির উদ্দেশে রওনা হন মিঠুন ও তার বোন সুবর্ণা। বিচার দিতে বাড়ি যাচ্ছে শুনে এনাম রাস্তায় দুজনকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী জানান, দোকানের সামনে বসা নিয়ে এনাম মিঠুন ও তার বোনকে ছুরিকাঘাত করেছে বলে খবর পেয়েছি। কিন্তু তাদের পক্ষ থেকে শনিবার বিকেল পর্যন্ত কেউ অভিযোগ দেননি।
বিডি প্রতিদিন/হিমেল