পবিত্র ঈদুল আজহার রাতে খাদিমপাড়া এলাকায় ছুরিকাঘাতে আঘত হয়েছেন এক যুবলীগ কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসামানী হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
গতকাল সোমবার রাত ৮টার দিকে খাদিমপাড়ার শাহপারণ বাইপাস এলাকার মধুবন’র সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত যুবলীগ কর্মী জামাল আহমদ (২৬) শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের কল্লোগ্রামের মৃত সয়দুর রহমানের ছেলে। তিনি খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদের অনুসারী।
জামালের সহকর্মীদের দাবি, জেলা যুবলীগের সম্মেলন নিয়ে আফসর আহমদ ও জাহাঙ্গীর আলম অনুসারীদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরেই জাহাঙ্গীর গ্রুপের কর্মীরা জামালকে ছুরিকাঘাত করেছে। এ হামলার সাথে লোকমান, হাসান, আলালসহ আরো কয়েকজন জড়িত বলে দাবি তাদের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এখনো এ ব্যপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর