ঈদের ছুটিতে সিলেট নগরীর রাস্তা জুড়ে নেই যানজট আর কোটি মানুষের আনোগোনা। নাড়ির টানে বাড়ি ফিরেছেন নগরবাসী। সিলেটের অধিকাংশ সড়কই একই অবস্থা। সবখানে এখন নীরবতা।
কোলাহলমুখর সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার ও বন্দরবাজার। ব্যস্ততম পয়েন্ট আম্বরখানা, চৌহাট্টা, বন্দরবাজার, জেলরোড, লামাবাজার, রিকাবীবাজার। এই পয়েন্টগুলোতে প্রায় সময়ই চোখে পড়ে যানজটের দৃশ্য। এসব এলাকায় যানজটে পড়ে দুর্ভোগ পোহানো নগরবাসীর নিত্যদিনের সঙ্গী।
গতকাল সোমবার উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। দুপুর থেকে চিরচেনা সিলেট নগরীর বিভিন্ন রাস্তা ও পয়েন্টগুলোতে ছিল না সেই যানজটের দৃশ্য, নেই ব্যস্ততা, কোলাহল। শুধুই হাতে গোনা কিছু রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা দেখা গেছে রাস্তায়। অনেকে আবার স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন যানজট ও কোলাহলমুক্ত নগরীতে।
একই অবস্থা আজ ঈদের পরের দিনও। চিরচেনা যানজটের বাইরে এ যেন এক অপরিচিত সিলেট। এছাড়াও নগরীর বিলাশবহুল শপিংমল এবং ছোট বড় দোকান-পাটগুলোও বন্ধ থাকায় অনেকটা নীরব ছিলো নগরী।
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        