সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে এবং তার তিন সহযোগীকে আটক করেছে র্যাব-৯।
বুধবার দিবাগত রাতে কোতোয়ালী থানার মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। পিযুষ ছাড়াও আটক বাকিরা হলেন বাপ্পা পাল, মিন্টু রায় ও আরো একজন।
র্যাব-৯ এর মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব