মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) বলেন, এ জেলায় প্রায় ৯৯৫টি পূজা হবে। অতীতে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে উৎসবমূখর পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মূল শক্তি হলো এ জেলার মানুষ। কারণ এ জেলার মানুষ শান্তিপ্রিয়। তবে কেউ যদি এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাহলে আমরা কঠোর হাতে তা দামন করা হবে।
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি পূজা চলাকালীন সময়ে আর একটি হলো পূজা পরবর্তী সময়ে। পূজার নিরাপত্তার জন্য প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে মোতায়েন থাকবে পাচঁ হাজারের বেশি আনসার সদস্য।
বুধবার দিবাগত রাতে শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করতে এসে শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সারোয়ার আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি দীজেন্দ্র লাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি স্বপন রায়, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক সুশীল শীল, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব