১৪ অক্টোবর, ২০১৯ ২০:০৭

বিশ্বনাথকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথকে মাদকমুক্ত করার সিদ্ধান্ত

সিলেটের বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া বলেন, সকল অনিয়ন-দুর্নীতিকে জাদুঘরে পাঠিয়ে সুষ্ঠু-সুন্দরভাবে ও সচ্চতা-জবাবদিহিতার মাধ্যমে সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হবে। তদন্ত সাক্ষেপে সকল মাদক ব্যবসায়ী ও চোরকারবারীদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। সে যতই শক্তিশালী হউক। তবে সব কাজেই সর্বস্তরের সার্বিক সহযোগীতার প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডা. আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১’র বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ প্রেসকাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাংবাদিক কামাল মুন্না।

এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছুরাব আলী মেম্বার, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা একেএম মনোহর আলী, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়ের, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর