র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন পেশাদার সাইবার অপরাধী ও অনলাইন ভিত্তিক প্রতারক চক্রের হোতা মাহফুজুর রহমান নবিন (২৮)।
বুধবার দিবাগত রাতে র্যাব ৯ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে হবিগঞ্জের বাহুবলের আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাহফুজুর রহমান নবিন হবিগঞ্জ জেলার বাহুবলের মোহাম্মদ নগর (তিতারকোনা) গ্রামের মৃত ইজাজুর রহমানের ছেলে।
র্যাব সূত্র জানায়, টার্গেট করার ক্ষেত্রে নারীদেরই সাধারণত প্রাধান্য দিত নবিন। ফেসবুক আইডি হ্যাক করার পর প্রথমে তিনি আইডির মালিককে মানসিক চাপ দেওয়ার উদ্দেশ্যে আইডিতে থাকা একান্ত ব্যক্তিগত ছবি, ভিডিও, ডকুমেন্টস বিভিন্ন জনকে পাঠিয়ে দিত। তারপর ধারাহিকভাবে হ্যাক করা আইডি ব্যবহার করে বিভিন্ন কৌশলে বিপুলপরিমাণ অর্থ উপার্জন, সম্ভাব্য সব উপায়ে আইডির মালিকের সম্মান বিনষ্ট করা এবং সবশেষে এ আইডিগুলো ব্যবহার করে বিভিন্নমুখী, বিচিত্র প্রতারণার জাল বিস্তার করেন।
র্যাবের দাবি অনুযায়ী, আটক নবিন অসংখ্য নারীকে টার্গেট করে অশ্লীল ছবি এবং ভিডিওতে তাদের মাথা জুড়ে দিয়ে ছবি-ভিডিও নির্মাণের মাধ্যমে চরিত্রহনন এবং তাদের ব্ল্যাকমেইলিংয়ে জড়িত। এভাবে তিনি স্বামী-স্ত্রী/প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতেন। পরিকল্পিতভাবে ভেঙে দিতেন দীর্ঘ দিনের সাজানো সংসার। এ ছাড়াও টাকার বিনিময়ে বিভিন্নজনের কাছ থেকে ফরমায়েশ নিয়েও তিনি এ কাজটি করতেন। তার ছবি বিকৃতির তালিকা হতে প্রধানমন্ত্রী, মন্ত্রী বা বিদেশি সরকারপ্রধানরাও বাদ পড়েননি। এ ছাড়াও অনলাইনে বিভিন্ন ধর্ম সম্পর্কে বিষোদগার ও কুরুচিপূর্ণ মন্তব্য তার কাছে নৈমিত্তিক ব্যাপার বলে জানা যায়।
র্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার উদ্ভাবনী সব প্রতারণা কৌশল এবং ভয়ঙ্কর অপরাধ প্রবণতার কথা জেনে উপস্থিত র্যাব কর্মকর্তারাও হতবাক হয়ে পড়েন। এ পর্যন্ত র্যাবের কর্মকর্তা, টেলিভিশন উপস্থাপিকাসহ অসংখ্য গুরুত্বপূর্ণ ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক এবং একই নাম ও ছবি ব্যবহার করে আইডি বানিয়ে তাদের ব্যক্তি ইমেজ ব্যবহারের মাধ্যমে অভিনব সব উপায়ে সাইবার অপরাধে জড়িত হন আটক নবিন। এ ছাড়াও চিত্রনায়িকা মৌসুমী, সংগীতশিল্পী কৌশিক হাসান তাপসসহ আরো অনেকেরই ফেসবুক আইডি হ্যাক করার জন্য তিনি টার্গেট করেছিলেন মর্মেও প্রমাণ পাওয়া যায় বলে জানান সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন