মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে মিনহাজ (২৬) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি শহরের কোর্ট রোড এলাকার এনামুল হকের ছেলে। আজ শনিবার সকালে কালিঘাট সড়কে রিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভানুগাছ সড়কের মৃত গনী মিয়ার ছেলে ফয়েজ এ ঘটনা ঘটায়। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আহত মিনহাজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালে ইমারজেন্সি ডা. আনায়ারা খাতুন বলেন, মিনহারের ইনজারি বেশি হওয়ায় তাকে সিলেটে রেফার্ড করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব