সিলেট সিটি কর্পোরেশনের মালিকানাধীন কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
সিলেট সিটি কর্পোরেশন এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করলেও এতে দাওয়াত পাননি কাউন্সিলরা।
পরে উদ্বোধন অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রীর সামনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তব্যে কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, দাওয়াত না পাওয়ার বিষয়টি লজ্জাজনক। এটি দায়িত্বরত কর্মকর্তাদের কাজে অবহেলার কারণে হয়েছে।
আজাদের এই বক্তব্যে সমর্থন দেন অন্য কাউন্সিলররাও। ভবিষ্যতে এসব বিষয় খেয়াল রাখার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান তারা।
বিডি প্রতিদিন/ফারজা