Bangladesh Pratidin || Highest Circulated Newspaper

শিরোনাম
প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৯ ১৫:০৮

হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান পালিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান পালিত

‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করি’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ-সরক্ষণ) মোস্তফা ইকবাল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অতিতাভ পরাগ তালুকদার। 

বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আজিজুল হক, অতিরিক্ত পরিচালক (শস্য) মো. জালাল উদ্দিন সরকার প্রমুখ।


বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য