সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরে একটি চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরার ঘটনা ঘটেছে। এতে একজন যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে ৪০ জন যাত্রী নিয়ে শহরে আসছিল নাজাহ পরিবহন নামের বাসটি (সিলেট-জ-১১-০৫৮০)। দক্ষিণ সুরমার আলমপুরে আসার পর ব্যাটারির শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নিরাপদ স্থানে চলে যান। তবে হুড়মুড়িয়ে নামার সময় জহুরা বেগম নামের এক যাত্রী আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমপুর পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল জলিল জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
বিডি প্রতিদিন/হিমেল