গোটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জলাবন (সোয়াম্প ফরেস্ট) হচ্ছে রাতারগুল। সিলেটের গোয়াইনঘাট উপজেলাস্থ এই অপরূপ সুন্দর বন দেখতে গিয়ে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।
সোমবার দুপুর দেড়টার দিকে রাতারগুলে যান তিনি।
জানা গেছে, নৌকা নিয়ে রাতারগুলে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন রবার্ট মিলার। পুরো বন ঘুরে দেখেন তিনি। প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাতারগুল দেখে নিজের মুগ্ধতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। স্থানীয় সংবাদকর্মীদের তিনি বলেন, ‘রাতারগুল খুবই সুন্দর। এখানে এসে ভালো লাগছে।’
এ সময় সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, আমেরিকা অ্যাম্বাসির কন্ট্রোল অফিসার অ্যানি সিরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন