২৩ অক্টোবর, ২০১৯ ১৭:৫৫

রাতারগুল নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক , সিলেট

রাতারগুল নিয়ে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

তিন দিনের সফরে সিলেটে এসেছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সফরে তিনি সিলেটের গোয়াইনঘাটস্থ জলারবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুল দেখতে যান। রাতারগুল এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জলারবন।

রবার্ট মিলার তার সিলেট সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন। সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনে রাতারগুল প্রসঙ্গেও কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, সিলেটে অবস্থানকালে আমার ‘রাতারগুল বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা’ ঘুরে দেখার সুযোগ হয়েছিল। আমি নৌকায় চড়ে এলাকাটি বেড়িয়েছি এবং জলাভূমির বনটির উদ্ভিদ এবং প্রাণীবৈচিত্র্য দেখেছি।

তিনি বলেন, রাতারগুলের মতো বাস্তুসংস্থানগুলো সংরক্ষণ করা খুবই জরুরি। রাতারগুলের মতো বিভিন্ন সংরক্ষিত এলাকা নানা প্রজাতির প্রাণির আবাসস্থল। এ ধরনের বন মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত সেবা দেয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর