সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কার্যালয় স্থানান্তর করা হয়েছে। নগরীর নাইওরপুল পয়েন্ট থেকে কার্যালয় স্থানান্তর করে নেওয়া হয়েছে শাহজালাল উপশহরে। নাইওরপুলে স্থায়ীভাবে বহুতল ভবন নির্মাণের জন্য কার্যালয় অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে।
এসএমপি জানায়, বৃহস্পতিবার থেকে এসএমপির কার্যালয় নগরীর শাহজালাল উপশহরের এফ ব্লকের ১ নং রোডের ২২৮ নং বাসায় স্থানান্তর করা হয়েছে। সেখানেই এসএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপ-কমিশনার সবাই অফিস করছেন।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এসএমপির স্থায়ী কার্যালয় নাইওরপুলে। সেখানে একতলা ভবনে এতোদিন কার্যক্রম চালানো হচ্ছিল। এখন সেখানে পাঁচ-ছয়তলা ভবন হবে। কাজের টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ভবন নির্মাণ শেষ হলে এসএমপির কার্যালয় এখানে ফিরে আসবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার