সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইয়াবাসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কটাই মিয়া (৫০) ওই গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, কটাই মিয়া একটি মামলা ৯ বছরের সাজাপ্রাপ্ত। তাকে ২৭ পিস ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তবে কোন মামলায় কটাই মিয়া সাজাপ্রাপ্ত, তা জানাতে পারেননি ওসি। তিনি বলেন, ‘কটাই মিয়া কোন মামলায় সাজাপ্রাপ্ত, তা বলতে পারছি না। তবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।’
বিডি প্রতিদিন/এ মজুমদার