মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।
মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএসএসএফ) এর আয়োজনে বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫ জন সাংবাদিক এ কর্মশালায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সালিম সামাদ, ভাসানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আবদুল্লাহ আল মোহন, বিএমএসএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা নাদিরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কর্মশালার সমন্বয়কারী এম ইদ্রিস আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ- সভাপতি সৈয়দ মহসীন পারভেজ প্রমুখ।
প্রশিক্ষক হিসেবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন- বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সালিম সামাদ, ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মোহন। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন