সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ বাজার পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শাহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা হয়। আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।
তবে চেক জালিয়াতির মামলা কবে, কে করেছিলেন, তা জানাতে পারেননি ওসি তাজুল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন