বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে ছেলে-মেয়েদের নিয়ে সিলেটে এসেছেন তারা। সকালে পরীক্ষার নির্ধারিত সময়ে কেন্দ্রে ঢুকে পড়েছে ছেলে-মেয়েরা, উদ্বিগ্ন অভিভাবকরা দাঁড়িয়ে আছেন বাইরে। পরীক্ষা শেষ হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এই অপেক্ষা। কিন্তু সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মারাত্মক বিড়ম্বনায় ফেলেছে অভিবাবকদের।
শনিবার সকাল সাড়ে ৯টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘এ ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু হয়। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা ও মদন মোহন কলেজসহ কয়েকটি কেন্দ্রে দেখা গেছে পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন অভিভাবকরা।
কিন্তু থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বিপাকে পড়েন তারা। বৃষ্টি আসলেই অনেক অভিভাবককে দেখা গেছে দৌঁড়ে পার্শ্ববর্তী মার্কেট, দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে। আশ্রয় না পেয়ে অনেক অভিভাবককে আবার দেখা গেছে বৃষ্টিতে ভিজে ঠায় দাঁড়িয়ে থাকতে। ছেলে-মেয়েদের পরীক্ষার কাছে অভিভাবকদের এই কষ্ট যেন নস্যি।
বিডি-প্রতিদিন/শফিক