সিলেট নগরীর ৪৩টি কেন্দ্রে চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা চলছে কেন্দ্রের ভেতরে আর বাইরে অপেক্ষা করছেন অভিভাবকরা।
পরীক্ষা শুরুর পর অভিভাবকরা দাঁড়িয়ে ছিলেন কেন্দ্রের বাইরে। কিন্তু থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে তারা আশ্রয় নেন কেন্দ্রের পার্শ্ববর্তী বিভিন্ন মার্কেট ও ব্যাংকের সিঁড়িতে। সিঁড়িতে বসে তাদের পত্রিকা পড়ে সময় কাটাতে দেখা গেছে।
অনেকে আবার এই দৃশ্য বন্দি করে রাখছেন মোবাইল ক্যামেরায়। কেউ কেউ আবার দলবেধে তোলেন সেলফি।
সিলেট নগরীর জিন্দাবাজার গিয়ে দেখা যায়, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। সামনের সোনালী ব্যাংকের সিঁড়িতে সারিবদ্ধভাবে বসে আছেন অভিভাকরা। কেউ পত্রিকা পড়ছেন আবার কেউ মোবাইল টিপছেন। দূর থেকে দেখে মনে হচ্ছিল খেলা দেখার জন্য মিনি গ্যালারিতে বসে আছেন দর্শকরা।
একইভাকে নগরীর জিন্দাবাজার, জল্লারপাড়, লামাবাজারসহ কয়েকটি এলাকার পরীক্ষাকেন্দ্রের বাইরে একইভাবে অভিভাকদের বসে থাকতে দেখা গেছে।
বিকাল আড়াইটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি ইউনিটের’ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম