সিলেট জেলা পুলিশের আওতাধীন দুটি থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার সিলেটের ওসমানীনগর এবং কোম্পানীগঞ্জ থানায় এই ওসি নিয়োগ দেওয়া হয়।
ওসমানীনগর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন এসএম আল মামুন। গত ১০ অক্টোবর এ থানায় তার যোগদানের বছর পূর্তি উপলক্ষে থানার মধ্যেই বিশাল আয়োজন করেন তিনি। আয়োজনে বরের বেশে হাজির হয়ে ব্যাপক সমালোচিত হন মামুন। এরপর ১৩ অক্টোবর তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়। থানায় ওসি (তদন্ত) এতোদিন ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আজ এ থানায় নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন সজল কুমার কানু।
অন্যদিকে, সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলামকে বদলি করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদ মোবারক।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি নিয়মিত বদলি প্রক্রিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার