মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে একযুগের বেশি সময় ধরে সিলেটে ‘মুক্তিযুদ্ধের বইপড়া উৎসব’র আয়োজন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ইনোভেটর। এবার বইপড়া উৎসবে পৃষ্ঠপোষকতা করবে সিলেট জেলা পরিষদ। টাইটেল স্পন্সর হয়েছে প্রতিষ্ঠানটি।
এ নিয়ে সোমবার সিলেট জেলা পরিষদ ও ইনোভেটরের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদন হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে সমঝোতা চুক্তিতে জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান এবং ইনোভেটরের পক্ষে মূখ্য নির্বাহী ও সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবোজিৎ সিনহা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী, ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন