সিলেট রক্তমাখা ছুরিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নগরীর মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার মৃত আব্দুর রইছের ছেলে আলমগীর হোসেন (৩০) ও দক্ষিণ সুরমার লাউয়াইয়ের নজরুল ইসলামের ছেলে নাজিম মিয়া (২০)।
এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আটক হন তারা। এ ঘটনায় মামলা হয়েছে।
মামলার এজাহারভুক্ত অপর তিন আসামি হলেন- মোগলাবাজারের জালালপুর ইউনিয়নের মিরারগাঁওয়ের মৃত হবিবুর রহমানের ছেলে আব্দুল মালিক ও শফিক মিয়া এবং মৃত ফিরোজ আলীর ছেলে শায়েখ মিয়া।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, গত রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোগলাবাজারের অনিলগঞ্জ সড়কে সৈয়দ মতিউর রহমান সিতাব নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেন এ দুই যুবক। সিতাব মিরারগাঁও গ্রামের বাসিন্দা ও জালালপুর বাজারের ব্যবসায়ী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে রক্তমাখা ছুরিসহ মোটরসাইকেলে যাওয়া ওই দুই যুবককে আটক করে।
তিনি জানান, ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় তার ভাই মিজানুর রহমান শিহাব থানায় পাঁচজনের নামোল্লেখ করে মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, রাস্তার সীমানা নিয়ে তাদের সাথে মালিক, শফিক ও শায়েখদের পূর্ববিরোধ ছিল। এ বিরোধের জেরে তারা মতিউর রহমান সিতাবকে হত্যা করতে আলমগীর ও নাজিমকে ভাড়া করেন।
এদিকে, মামলায় গ্রেফতার দেখিয়ে আলমগীর ও নাজিমকে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন