মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল- শসশেরনগড় সড়কে একটি বিলুপ্ত সজারু মারা গেছে।
সোমবার রাতে গাড়ী চাপায় পৃষ্ট হয়ে বিলুপ্ত প্রায় এই প্রাণীটি মারা যায়।
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোয়েম হোসেন জানান, সজারু হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণী। সড়কে মারা যাওয়া সজারুর উপস্থিতি প্রমান করে যে, লাউয়াছড়ায় এরা আছে। বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে বিবেচিত।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন