পাঁচ দিনের রিমান্ড শেষে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিস) ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে। আজ দুপুরে তাকে মৌলভীবাজার ২নং আলমী আদলতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শ্রীমঙ্গল থানায় র্যাবের করা একটি অস্ত্র মামলায় গত ২৪ আক্টোবর থেকে পাঁচ দিনের রিমান্ডে ছিলেন মিজান। দুপুরে তাকে থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলমগীর বলেন, আসামি রিমান্ডে পাঁচ দিনের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হবে। তদন্তে প্রয়োজন হলে তাকে আবার রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত ১১ অক্টোরব ভোররাতে শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকার ফজলুর রহমানের বাসা থেকে তাকে আটক করে র্যাব। আটকের সময় একটি বিদেশি অস্ত্র, চার রাউন্ড গুলি ও নগদ দুই লাখ টাকা ও বাসের একটি টিকেট পাওয়া যায়। পরদিন ১২ অক্টোবর শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল জব্বার বাদী হয়ে মিজানের বিরোদ্ধে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মিজানকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছিল।
বিডি প্রতিদিন/হিমেল