সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। তাজেল আহমদ (৩০) নামে ওই যুবক স্থানীয় জালালনগর এলাকার ইয়াছিন আলীর ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস চারখাই বাজারে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া তাজেল আহমদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম