সিলেটের বিশ্বনাথে বিভিন্ন অপরাধে চার দোকানিকে আট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সিঙ্গেরকাছ ও বৈরাগীবাজারে এই আদালত পরিচালনা করেন। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানা পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদত্তীর্ণ পণ্য দোকানে রাখা ও পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়। এ সময় আরও অনেক দোকানিকে সতর্ক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার